রাগ, জেদ, অভিমানে
যেন পেয়ে গেলাম হঠাৎই
এ জীবনকে সহ্য করার আশ্বাস ।

তারপর খুঁজতেই শুনি,
অনন্ত অন্তরলোকে
শুধুই ধ্বনিত হচ্ছে শোক.....

ঘটে গেছে কবিতার সর্বনাশ!

(১৫.০৪.২০২৩)

*কৃতজ্ঞতা অনেক দূরে থাকা এক অনন্য কবিকে। তার সাথে অনেক কথোপকথন-কালে সৃষ্টি হয়েছে বেশ কিছু কবিতা। তবে আমার কলমে অক্ষম কবিতা নিশ্চিত। ক্ষমা করে দিও হে অনন্য কবি আমার।