হে গরীব তুই হাসতে থাক,
ভাবিস না তুই "এ ফারাক";
পাবি সহজে স্বর্গ বাস,
এখন খা' বৈষম্যে বাঁশ।


দরিদ্র তুই কবিতা খা' !
কবিদের টেনে সাথে নামা;
মনের খাদ্যে শরীর জুড়া !
ক্ষুধার রাজ্যে "ভাব" চিবা !
ডাল-ভাত আর লাগবে না !
"কবিতা পৃথিবী", নিরন্ন না !
কবিতা ছিঁড়ে খাদ্য চাইলে,
তুই নির্বোধ !
               কবিরা না।


(১৮.০১.২০২২)