আমি ডাকিনি তোমাকে, তুমি ডেকেছিলে;
নতুন আলোর মায়ায় ভরা, সেদিনের সে বিকেলে;
নতুন আলোতে পুরোনো ছায়াটা, চুপিসারে নিয়ে গেলে,
কথা বলেছিলে ছায়াটির সাথে, তোমার দুয়ার খুলে;

মন ছিল অপেক্ষমান, ছায়াটি কি কথা নিয়ে ফেরে;

আর কত ক্ষণ?, কি বুঝে সে মন,
উড়লো উদাস অচিরে অচিনপুরে;
তখনো দাঁড়িয়ে আমি দূরে;
তোমার শঙ্খমালার হৃদয়টাকে_ আমার মুঠোয় ধরে;

আর ভাঙছিল কেউ হৃদয়টাকে, হৃদয় ভাঙ্গার সুরে।

(২৩.১২.২০২০)