বাংলা কবিতা ডট কম আসরটি আমাদের কবিতা লিখতে নিরন্তর অনুপ্রেরণা দেয় তা অস্বীকার করার মতো কিছু নেই। আমরা এখানে কাব্যচর্চা করি সর্বদা । এই জন্য এই সাইটের জনক ফেইসবুকে #পাগল_কবি খ্যাত  কবি পল্লব সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই। যাঁর ঘনিষ্ঠ আন্তরিকতায় বাংলা কবিতা ডট কম মোট সদস্য সংখ্যা: আজ ৬,৯৯৬ জন কবি কাব্যচাষ করছেন প্রতিনিয়ত। যার ফলশ্রুতিতে আজকের এই "কাব্য শতদল" জন্ম।    


"দাঁড়িকমা প্রকাশনীর" প্রকাশক জনাব আবদুল হাকিম নাহিদ সাহেব তিনিও একজন সাহিত্যপ্রেমী মানুষ। সাহিত্যের সেবকও বলা যেতে পারে। কেনোনা যাঁর সুন্দর ব্যবস্থাপনায় বাদামী রঙের কাগজে আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার শত কবির কবিতা আলোর মুখ দেখতে চলছে, আগামী অমর ২১শে বইমেলায় এই ডিজাইনের জামা গায়ে দিয়ে। শত কবিকে অভিনন্দন। শুভেচ্ছা সমস্থ পাঠকদেরকে । বইটি পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশনী স্টলে।  নিচে লিংকটি  দেওয়া  হলো


https://www.facebook.com/profile.php?id=100001419113603