সেইদিন বৃষ্টি হচ্ছিলো, চমচম আওয়াজে
তোমার ঐ এলোমেলো কালোচুলগুলো
বেশ সুন্দর ভাবে তোমার কোমরে সুতার মতো শুয়ে আছে।


দূর্বাঘাসের উপর যেমনি জল পরে,
তেমনি তোমার চুল বেয়েও পড়ছিলো।  
আমি ছুঁয়ে দেখতে চেয়েছিলাম,এক ফোঁটা জল,
কিন্তু  যখন দেখলাম তোমার মুখায়বে,
আঁখিজল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার
তখন এই  আমি স্তব্ধ।


কোনো খুঁত তো ছিলো না মনের কোণে,
উজাড় করা প্রেমে, তবে কেন এই অগ্নিপাত?
মনের ভাষায় মনকে শুধালাম,তোমার চোখে চেয়ে
আজো সেই উত্তর আমার জানা হলো না,
কেন ঐ মায়াবী চোখে কান্নার ঢল?


রচনাকাল
২৫।০২।২০১৫
ইউ এ ই