যে সমুদ্রবেষ্টিত চোখের জলে কেবল
ভেসে যায় লোনাধারা কষ্টের জাহাজ
আমি সেই জাহাজে মনের ব্যাথা ফেরি করি
আপন মনে গোপনে একান্তে যন্ত্রণার বাজারে।


তুমি সবই দেখ,সবই বোঝ কী লাভ বল আমায়?
কোন পাপের বন্যায় তুমি প্রলয় উঠিয়েছ দেহে
আজ সে বড় নির্বিকার,অতি অসহায়
আমি মাতার চোখে দেখি,এক সাগর কষ্টের ঢেউ।


এ তোমার কেমন খেলা প্রভু কেমন তোমার বিচার?


রচনাকাল
১৮।১২।২০১৭
বাংলাদেশ