মন আনাগোনা আজ প্রেমে'র গৃহে
আশিস-পরশের তুলি,
উড়ু উড়ু মনে সমীরণ বহে রূপসী ঝিনু'র
মনের তল্লাটে'র বুলি ।
ঝিনু সেজেছে আজ কপালে চাঁদ ফেলে
অঙ্গের বাঁধনে চঞ্চল
কণ্ঠে তার মুক্তার মালা স্পর্শ তোলে
সীমাছাড়া খোলা অঞ্চল ।
শিউলি বকুলে'র মালা খোঁপায় ফোটেছে,
কলির সুবাসে উন্মাদ,
এলোকেশী চুলে কালো মেঘ জমেছে,
কাঞ্চন দিল হাত।
দুষ্টা ঝিনু দোপাট্টা'র পাল উড়ায় ভরাট স্তুপ
যেন অসহায় নিরুপায়,
প্রভাতের আলো শিশিরের জল টলমল
ঝিকিমিকি যমুনায়।
তা দেখে পাড়ার ছেলে'রা কামুক চোখে,
ইগিভিগি মনে চায়,
কুসুমের কলি'তে ঢেউ তুলে ক্ষেপা উগ্র মনে
ইভটিজিং শুরু বুঝি তায়।
ঝিনু প্রতিবাদ করে আপন মনে বিষম রেগে,
চালালো আপন হাত,
থেমে থামবার নয় চক্ষে দৈব ক্ষমতা রেখে নষ্ট ছেলেরা
ঝিনু'র নারী'ত্ব বুঝি কাৎ ।
দুই দিন পর পরে রইলো ঝিনু'র নিথর দেহ
যন্ত্রণা তার মুখের বুলি,
হে নারী গণ পোশাকে হও সচেতন কোমল দেহে,
আড়ালে রাখো স্পর্শকাতর স্থানগুলি।
রচনাকাল
০৯।০৬।২০১৪
ইউ এ ই।