তোমার ঐ লোক-দেখানো আঁখির সলিলে লুকানো আবেগ টি
আমায় বড্ড ভাবিয়ে'য়েছে  জানো ?
সারা'টি রাত এক পশলা ঘুম ও আসেনি ,ভেবেছি  তোমায় নিয়ে,
দেখলাম তোমার অচল অটল অগ্নিগর্ভ আগ্নেয়গিরি, ক্লান্ত আঁখি'তে খেলা করছে,
অভ্র-আবির’ ফাগুয়ায় ‘বদনখানি মণি-হার কন্ঠবিহীন বড্ড ফ্যাকাসে লাগছিলো,
মৌন মাধুরীতে ঘেরা চোখ দুটি যেন বোবা স্বরে কেঁদে কেঁদে কাঁপছে ,
ভাটা পরা গঙ্গার তীরে'র যেমন শ্রী ভাসে,অমবস্যায় তারার আগমনে
তোমার মুখের অমন রূপ দেখে,এ মন'টা খাঁ খাঁ করে উঠলো অনুশোচনার দগ্ধ তাপে,
কিন্তু মৌন কষ্টে ভেজা হাসিতে লুকানো কিছু ভাব আমাকে ভাবিয়ে তুললো
নিবিড় তিমিরে মনের আকাশ ভেঙ্গে নিজের কাছে কত প্রশ্ন ঠুকেছি পাইনি উত্তর!!!
এই তো সেই দিন,
তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে বিয়ের পিঁড়ি'তে লাল শাড়ি'তে বসলে,
নিজের ভালোবাসা'কে সুনীল মেঘ-অবগন্ঠিতা রেখে,
তোমার চাওয়া'টা কে মেনে নিয়েছি,
আমি কর্মহীন বলে,বেকারত্বের অভিশাপে দগ্ধ বলে,
তোমার বিয়ের বাসর সাজিয়েছি,অশ্রু ভেজা ফুলের সৌরভে,মন গগন-আঙনে ।
তুমি ভিজেছ নতুন ভালোবাসার জলে,আর আমি ভিজেছি দুই নয়নের কলরবে,
তোমার হাতের মেহেদীর রঙআর আমার বুকের তরতাজা কষ্টের রঙ কাঁদালো নিরন্তর,
শ্রাবণের খরস্রোত উজান নদী'র জোয়ারে'র যৌবনে'র ফুলে বিজলি-প্রদীপ জ্বেলে ।
কিন্তু আজ তোমার একি রূপ ধবল শাড়ি'তে তোমার ভরাট  যৌবন ঢেকে রেখেছো!!
মুখে অসহায়ত্বের ছাপ,কপালে শুভ্রতার আবরণ মেশানো আস্তর!!
আমায় কিছু জানতে দাও নি বুঝতে দাও নি,এ কেমন নিষ্ঠুরতা ?
এমন তো কথা ছিলো না !! আমি অবাক তোমার বসনে!!
মনের ধ্রুবতারায় চেপে রেখেছ কষ্টের নীল বিষ।
নিজেকে আড়াল রেখেছ প্রতীক্ষ্যমান ভালোবাসার আশ্রম থেকে,
তৃষ্ণা আশা ভালোবাসা এখনো বিরাজ করছে আমার 'হৃদয়ে' অয়ি প্রিয়ে ।


রচনাকাল
১৮।০৬।২০১৪
ইউ এ ই ।