হে নুতন বছর এসে করো সংক্রমণ রোধ,
মানবজাতির হৃদয়ে জাগাও বোধ।
পৃথিবীর উপর ধেয়ে আসছে এক কালো ছায়া,
এ যেন অশুভ শক্তির মায়া।

এসেছে পৃথিবীতে নেমে যে অন্ধকার,
মানবজাতি করবে একদিন তার তিরস্কার।
অশুভর প্রভাবে জগতের সৃষ্টি হয়েছে কালো,
এই কামনা করি নুতন বছরে আসবে নুতন সূর্যোদয়ের আলো।