আনন্দের দিনে সকলে থাকতে পারে,
কিন্তু, দুঃখের দিনে কতজন পারে?
কারোর দু:সময় যারা করবে মজা,
মনে রেখো তারা একদিন পাবে সাজা।

আমি হয়তো আজ এটা লিখছি,
একদিন মিলে যাবে আমি বলছি।
যারা তোমার দু:সময় করেছে পরিহাস,
তারা কয়েক বছর পর ছাড়বে দীর্ঘশ্বাস।

আমি কারোর প্রতিশোধের কথা বলছি না,
আর তাদের দুর্ব্যবহারের কথা ভুলছি না।
কিছু ব্যক্তি খোঁজ নেয় না কারোর দু:সময়ে,
বরং তাই দেখে আনন্দ করে সেই সময়ে।

যার ছিল দু:সময়, তখন সে ছিল অসহায়,
তাই সে ঠিক করেছে যাবে না তাদের দুরবস্থায়।
আমি জানি না কী হবে তাদের পরিনতি,
তবে জানি এটাই লেখা বিধাতার নিয়তি।