পাড়া জুড়ে চিৎকার চেঁচামেচি
গোলমাল...
হই হট্ট গোল...


অশান্তি গলিতে ড্রেনে
অশান্তি ঘরে
অশান্তি দাম্পত্যে প্রেমে...
অশান্ত শরীর মন, অশান্ত জীবন।


রুনু ঝুনু শব্দ নেই
মায়া নেই ,ভালোবাসা নেই
কবিদেরও দাম নেই।


কবিতার ধ্বনি রোজ তবে ফিকে হয়ে আসে কি?
কেন হারায় ধ্রুপদী শব্দ?
কেন হারায় সে ভাল হৃদয়?
ছোট পাখিরাও কেন হারিয়ে যাচ্ছে আজকাল?
বুলবুলি কোকিলের শব্দের তুলনায়
কেন বোমা গুলির আওয়াজ বেশি শোনা যায়?


ভাল মানুষেরা কেন অসহায়?
কেন এত হা হুতাশ ?
মন্দ মানুষেরা কেন করে দাপাদাপি?


ফাঁদ পাতে অমানুষ
ব্যথা দেয় অমানুষ
মানুষ মরছে...
মনে ও প্রাণে
মানুষ বড় কাঁদছে...


জঞ্জাল শুধূ জঞ্জাল
এনে দেয় আকাল,
আকাশ বাতাস দেখো কাঁদছে,
সত্যি কি পৃথিবী বাসের অযোগ্য হয়ে উঠছে?