সারাদিন কেঁদেছে সে হাসপাতালের বেডে,
রক্তে  ভেসেছে দার, ভাঙা হাতে
শিশুটি সারারাত ককিয়ে কেঁদেছে একা একা
ওর মা কোথায় গেল?


আহারে! তিন বছরের মেয়ে
সাত-সাতটি সূচের জ্বালা কীভাবে সইলি?
এত অপমান যন্ত্রণা তোর!
কেন এলি এই পাপ পৃথিবীতে?

গোটা পৃথিবীর দু:খ আজ ভেঙে ভেঙে পড়ে
তোর লাশের পাশে
কোথায় গেল এ সভ্যতার মমত্ব -স্নেহ -প্রেম
আর কোথায় গেল ওর মা?


হাওয়ায় দিগন্তে তার কান্না ভেসে আসে
বৃষ্টিতে বরফে বাষ্পে  রাশি রাশি কান্না জাগে
শিশুটি কি বাসের মধ্যেও অঝোরে কাঁদছে?
ট্রেনের মধ্যেও সেকি গুমরে গুমরে কাঁদছে?


এখনো শুনতে পাই হঠাত্ কানে মনে
বিফল কুড়ির মত সে স্কুলের মধ্যে কাঁদছে-
সংবাদপত্রের পাতায় সে কাঁদছে
টিভির পর্দায় সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।


শিশুটি এখনো কাঁদছে-
ওর মা কোথায় গেল?
দেখো বড়রা কোথায় গেল?
শিশুটি যে খুব কাঁদছে!


।। ।। ।।  ।।  ।।