জল স্থলের  মহাবিস্ময় এখনো সদা সচকিত
শত শত প্রহরীর ঘুম ছেঁকে জাগে এখনো
অদ্ভুত রহস্যময় আলো।
রাজপুর - রাজপুরী - রাজপুর
সোনালী হাওয়ায় খোলে এখনো বন্ধ জানালা সব
সিংহাসনের নিচে
সমতল মেঝে কারাগারে
দেওয়ালে দেওয়ালে হাজার বছরের চর্চারা
গুম ইতিহাস হলে
অবসরে লোক অভিজ্ঞান মেলে দেয় ডানা।


রাজার বাড়ি - রাজার বাড়ি
রাজার সাধনা
খুব ভালো,
রাজার বাড়ি - রাজার বাড়ি
রাজার লোভ
খুব খারাপ,
রাজার বাড়ি - রাজার বাড়ি
রাজার ত্যাগ সত্য পালন
খুব ভালো,
রাজার বাড়ি  - রাজার বাড়ি
রাজার ভোগ মিথ্যাকথন
খুব খারাপ।


রাজা যদি একদিন অভুক্ত থেকে দেখেন
দারিদ্রের যন্ত্রণা...
রাজা যদি একদিন দেশকে ভালোবেসে দেখেন
দেশের  দুঃখ ...
রাজা যদি একদিন অসহায়কে সেবা করে দেখেন
মানবতার আনন্দ...
রাজা যদি একদিন ঈশ্বরকে উপলব্ধি করেন হৃদয়ে
তাহলে রাজাই শ্রেষ্ঠ মানুষ ।



কিন্তু আমিই তো দেখেছি অত্যাচারী রাজার উল্লাস।
আমিই তো দেখেছি রক্তলোভী রাজার পাগলামো।
আমিই তো দেখেছি জাত্যাভিমানী রাজার উন্মত্ততা।
আমিই তো দেখেছি অমানুষ রাজার বোকামি।


পাড়ায় সমাজে যে ছেলেগুলি একদিন দুর্বলতাকে জয় করেছিল
যে ছেলেগুলিএকদিন অত্যাচারী রাজার বিরুদ্ধে লড়াই করেছিল


অনেক দিন পর তারাই আজ সিংহাসনে রাজার বেশ পরেছে
অনেক দিন পর তারাই আজ  রাজার দণ্ড ধরে হুঙ্কার দিচ্ছে ।
তবে এদের কি সাধনা ছিলনা?
এদের কি চরিত্র তৈরী করা হয়নি?
নাকি রাজার বাড়ি এলেবেলে সবাইকে বদলে দেয়?


।। ।।  ।।  ।।  ।।