নতুন সকাল এলে জন্ম হল সে ছেলের, মা-বাবার ঔরসে,
মা-বাবারই সাধনায় বড় হল সেই ছেলে, বেশ রশে বশে।
হাঁপ ছেড়ে একদিন বুঝলেন বাবা জন্মাল এইবুঝি সম তান,
ভাবলেন মা দূর হলে দুঃখ সব, জাগবে এ জন্মভূমির গান।
ধন মান প্রাণ পেয়ে বুঝলেন ছেলে আমিই বা কম কিসে হে!
ঘরের আদর্শ নীতি যদি যায় ধসে,আমারই বা ক্ষতি কি বে?
এল চ্যানেলের লোক, এল পিপীলিকা, হাইপে উঠল সেই ছেলে,
বললেন বাবা- আমার ধর্ম ছাড় তুই,তুই আর নোস মোর ছেলে।
গর্জে উঠে বলল ছেলে -মৌলবাদী বাবা, মানি না তোর নিয়ম,
ধর্ম বিচার তুচ্ছ করেই গড়ব আমিই স্বাধীন মহা আকাশ ধাম।
বলল বাবা- যা না যেথা খুশি, দূর হ দুষ্ট, তোর ভণ্ডামি রাখ
বিধর্মী হতেতো কোনো মানাই নেই, ছাড় সব দ্বিচারী বাক।