সমস্ত লজ্জা সঙ্কোচ ভুলে সে জাগছে,
দুন্দুভির শব্দে নতুন সকাল
তাই কি অপ্রতিরোধ্য?
ঘুম জড়ানো দেশের  মায়ালু চোখ দুটি
হঠাৎ লাফিয়ে উঠছে
তার বরাভয় হাতের স্পর্শে।


হাজার বছরের গুম করা ধুলো ঝেড়ে
সে কি আবার দাঁড়াচ্ছে?
তার পশ্চাতে পেরিয়ে যাচ্ছে চার চারটি যুগ।
তার মৃত্যুহীন নিশ্বাসে কি
দুলছে পৃথিবী, পারিজাত -পাঞ্চজন্য
নিন্দুকের মুখে কালি দিয়ে জগত জুড়ে হাসছে ব্রহ্মকমল।


স্থির প্রত্যয়ে সে আসছে-
যোগে যোগে খুলছে
তাই বন্ধ জানালা সব।
ঘরের কোণে -  
তাই জাগছে তপ , নীতিশিক্ষার আলো
অণু পরমাণুতে চলছে যোগ উৎসব।


মানুষ তুমি বেরিয়ে এসো
ছোট্ট কূপের আধার ছেড়ে
বাইরে এসে পথেই তাকে দেখো,
আলস্য বিলাস ঝেড়ে ফেলে
ভাবো তোমার আসল রূপ -
দেখো তারই সাথে মিল হয়েছে যে খুব।