টাল মাটাল পায়ে তোমার কথাই ভাবি
নিত্য টান জাগায় আত্ম ভূমি,
স্মৃতির রেখায় নদী উজ্জ্বল হতে চায়
শ্রুতি পথ আগ্রহী হলে
সোনালি গাছের নিচে কাগুজে সকাল
তবু বানানো সংবাদে  শীর্ণ হয়,
চুরি আর ভণ্ডামিতে অর্থ খোঁজে মেকি রাজকুল
অজ্ঞানে অস্থিরতায় তারা রিরংস হয়,
অশিক্ষার অন্ধকারে কত লেনদেন হলে
মড়কের খোঁজে নেমে আসে
সমতলে বানানো শকুন।


তবু সনাতন চাঁপা ফুলেরা গন্ধে গন্ধে এখনো আনে নাকি
দশ বিশ হাজার বছরের
অতীত সুঘ্রাণ - জম্বুদ্বীপের শালীনতা -আলো
ক্ষণিক প্রত্যয়ে অদ্বৈত  সত্য বোধে
হঠাৎ খবর পাই -
চাঁদ সদাগরের শৌর্য নিয়ে
ধ্বংসের ভেতর থেকে জাগবে তুমি
আমার মাতৃভূমি -আমার আশা
আমার স্বপ্ন আমার ভাষা
আমার নিষ্ঠ ভালোবাসায় ভরা
মরমে করমে ধরমে গড়া
হাজার শিব আর হাজার সতীর পবিত্র মন
গড়বে আবার মোহন শোভন নবীন বিশ্ব ভুবন।