এ জগত তোমারি অধীন  আমরা হলাম বান্দা মজুর
ইচ্ছা হলে রাখো  খুশি হলে জেগে ওঠে মনের মুকুর
নয়তো ধ্বংস করো মহা ক্রোধে
আমরা হারিয়ে যাই শূন্যবোধে।


নীল সাদা আকাশ তোমার অবিনশ্বর আমরা অবাক দেখি
অমৃত বাতাস তোমার অজর অমর আমরা সেবন করি
পরাক্রমী অগ্নি তোমার অজেয় বিজয়
মোদের শরীরে মনে সদা অভয় দেয়।


জল তোমার   ছায়া মায়া   আমরা সাঁতার কাটি
মাটি তোমার  আসন ভূষণ   আমরা তাতে হাঁটি।
হাঁটতে হাঁটতে কথা বলি
বলতে বলতে ঘুমে ঢলি।


আমরা পুতুল সংজ্ঞা বিহীন রংহীন দয়াল তুমি কতনা রং ঢালো
নাচাও যেমন  তেমনি নাচি  যাচি বাঁচি   সুতোয় ঝুলে আলো
সেথা আলোর পাখি বাসা বোনে
ধীরে স্বপন জাগে প্রাণে গানে।


কখনো সুতো আলগা কর বিনোদনে দেখো মোদের ছলা কলা
আমরা ভাসি আসি মিশি আকাশগাঙে জলে বায়ুতে করি খেলা
এধার থেকে ওধার সারাটিবেলা
কেবল ঠোকাঠুকি এক কথাই বলা।


কতকটা উড়ি কতকটা আপাত ঘুরি   কতকটা পড়ি
কতকটা মরি তবু হাপিত্যেশ কোথাও কি যেতে পারি?
লাটাই দড়ির  মহা সৃষ্টি যে তোমার নিপুণ হাতে
পরমা প্রকৃতি কি এক হরসে সদা গুঞ্জনে মাতে।