চারিদিকে ভয়, সন্দেহ হয়
শুধু সংশয় -
সমাজ পচে গেলে
স্কুল পার্টি অফিস বাড়ি কি এড়ায়?


তাহলে ছাড়ব কাকে?
একদম কথা বলব না,
কিন্তু সবাই যে বড় চেনা জানা হয়ে রয়েছে;
পাড়া – গলি - শহর -
এখনো আমার মন টেনে নেয়,
ধরব কাকে?
একদম দূরে যাব না,
জড়িয়ে চুম্বন ক’রে
কইব মনের মরম কথা
কিন্তু সবার মুখ আর বুক বড় যে বেমানান হয়ে গেছে।


তবু তুমি বলছ বিশ্বাস!
কিন্তু কাকে বিশ্বাস করবো?
ওরা সবাই যে প্রতারনার ফেরিওয়ালা;
শুধু কারিকুরি ভাষা
আর অভিনয়
ঠকায়, মিথ্যে কথা ব'লে-
মিথ্যে মিথ্যে আশা দেয়,
আর কাজ ফুরিয়ে গেলে জলদি কেটে পড়ে,
সুযোগ বুঝে চরম আঘাতও হানে
থোকা থোকা খোকা ফুল ফোটে হাটে বাটে
হানাদার পশু গর্জনে রত-
ছাগল ছানা চায় তার পাতে
শহর পল্লী সিটিয়ে শুকিয়ে থাকে।
বাগানের সব গাছ দেখো জীর্ণ হয়ে আছে
বিহ্বল ফলগুলি কি কাঁচাতেই পড়ে যায় ?
বিভ্রান্ত হঠকারী মানুষে নিত্য দুঃখ বাড়ায়
সমাজ পচে গেলে স্কুল পার্টি অফিস বাড়ি কি এড়ায়?