ধুলো হয়ে রয়ে গেছি পথে
বর্ণহীন, বাকহীন।
মাড়িয়ে চলে যায় অনেকেই
ওদের ভালো লাগে তাই;
কিন্তু আমি তো জানি
মিশে যাবে ওরা একদিন
জাতিহীন লোভহীন
ধরিত্রী মায়ের পথে পথে।


ধুলোর সমুদ্রে তাই
জেগে ওঠে কোনো কোনো খোলামের কুচি
দীপ্যমান গান
নিত্য এ পৃথিবীর অভিজ্ঞান যেন।
তবু চোখে ধুলো নয়
ধুলোময় জীবনের স্বাদ
কষ্টে কল্পে গড়ে তোলে তার ধুলোর সংসার।