প্রাচীন রাজা প্রজার পিতা ছিলেন ত্যাগী, ছিলেন মহা যোগী ।
নবীন রাজা মহা ভোগী রাগী, শঠে শাঠ্যে হলেন মনোরোগী ।।
প্রাচীন রাজা বলত, স্বার্থ-লোভ নয়রে ভাই দেশ যে সবার আগে।
নবীন রাজা মন দিয়েছে ঘোঁটে পেটে নোটে ও মহা লুঠের ভাগে ।।


এক রাজা বলেছে, সত্যপ্রিয় প্রজা ওঠো জাগো আর বীর্যবান হও ।
এক রাজা বলছে , মিথ্যাপ্রিয় প্রজা চুরি কর মদ খাও উচ্ছন্নে যাও।।