তবু মানুষের কোনো কৃতিত্ব নয়
একাগ্র কান পাতলে শোনা যায়
সাবধান বাণী-
বিশ্বপিতা সকলের জন্যেই বিনামূল্যে দিয়েছিলেন
নির্মল জল ,
কিন্তু বেচারা মানুষই তাকে অজ্ঞানে দূষিত করেছে
আবার তাকে কায়দা করে
ফিল্টার করে
বোতলে ভরে বিক্রি করছে।


তবু মানুষের কোনো কৃতিত্ব নয়
একাগ্র মন পাতলে বোঝা যায়
সাবধান বাণী-
বিশ্বপিতা সকলের জন্যেই বিনামূল্যে দিয়েছিলেন
নির্মল মন ,
কিন্তু মানুষই তাকে খণ্ড খণ্ড করে দূষিত করেছে
আবার তাকে কব্জা করার
ছল করে
নানা বর্ণের প্যাকেজে ভরে বিক্রি করছে।


তবু মানুষের কোনো কৃতিত্ব নয়
একাগ্র দেহ পটে শোনা যায়
সাবধান বাণী-
বিশ্বপিতা সকলের জন্যেই বিনামূল্যে দিয়েছিলেন
নির্মল মাটি ,
কিন্তু নোংরা নীতির নামে মানুষই তাকে দূষিত করেছে
আবার প্রতারণা মিথ্যে কথার
ফুলঝুরি দিয়ে
নির্মল বাগান ফ্ল্যাট ইত্যাদি বিক্রি করছে।


তবু মানুষের কোনো কৃতিত্ব নয়
একাগ্র কান রেখে শোনা যায়
সাবধান বাণী-
বিশ্বপিতা সকলকেই বিনামূল্যে দিয়েছিলেন
একটি সমাজ ,
কিন্তু ব্যভিচারী মানুষই তাকে দূষিত করেছে
বানানো জাতপাত, লোভ আর অহংকারের বশে
কয়েক জনের হাতে
নারী পুরুষ আর
তাদের যাবতীয় ভাব দেদার বিক্রি হচ্ছে।