সাবধানেতে ছুঁস
যাচ্ছে হুশ হুশ,
করছে কেউ পুশ
খাচ্ছে কেউ ঘুষ
নেইকো মান হুঁশ
ধূর্ত মানুষ
ভণ্ড মানুষ
বুনছে খালি কথার ফানুশ।


সভ্যতার পাতা
বলছে মানুষ যা তা
দিচ্ছে ব্যথা
খাচ্ছে মাথা,
সহজ ভুলে হচ্ছে ব্যাঁকা
বলছে ধন্যি টাকা
কাঁটা পাটা খাটা
ঘাঁটা গাটা ঝাঁটা
বিবেক বিচারে ভাঁটা,
ন্যায় নীতিকে দিচ্ছে মানুষ টাটা ।


নির্লজ্জ হয়ে নাচছে দেখো
লোভের বশে খাচ্ছে দেখো
চিত্ত হীন বলছে দেখো
ভাবছে দেখো -
তাইরে নাইরে নাইরে নানা
ধিনতা ধিনা না
টাকা ডিগডিগি বাজা।
টাকা ডিগডিগি বাজা।


এক লাইনে রাজা প্রজা
নেইকো কারো ভয়ের সাজা
শুধু হুল্লোড় চায় তাজা
সবাই মিলে করছে হরেক মজা,
মদ মাতালি জুয়াচ্চুরি
অবাক যতেক জারিজুরি
সঙ্গে নব্য বেশ্যাগিরি
জারিজুরি ফন্দিফিকিরি
সব হচ্ছে হোম ডেলিভারি,
মহা মান্য দালাল গিরি
শুধু ম্যানেজ কারিকুরি
কাকা, গলার আওয়াজ কর ভারী।


তালে ভোলে দলে টলে
টাকায় মজে ছলে বলে
ফিরছে আবার বাবু সাজা
মানুষ খাচ্ছে মানুষ ভাজা,
চোর হচ্ছে বড় রাজা।
চোর হচ্ছে বড় রাজা।


টাকা ডিগডিগি বাজা।
টাকা ডিগডিগি বাজা।


পুত্র কাটছে বাপের পকেট
প্রেমিকা চাইছে টাকার শেঠ,
নেতা কাটছে দেশের পেট
দালাল দিচ্ছে নানান রেট
কত বসছে পুলিশ পিকেট
দেশে উড়ছে হরেক টাকার জেট
আসছে কত বিদেশী কেট
যাচ্ছে অনেক ভেট
হচ্ছে কোথাও চেকমেট।


হচ্ছে কোথায় চেকমেট?
কথায় ব্যথায় ফুলে পেট
ফোনের মধ্যে কষাইখানা
সেটা বলতে আছে মানা,
মেয়ে যাচ্ছে গোপন ফ্ল্যাটে
ছেলে যাচ্ছে বন্ধু খাটে পাটে
এদিকে পড়াশুনাটা যাচ্ছে লাটে
মনোযোগ চুলের ছাঁটে
আর গমন রহ্স্যময় ঘরে
সেথা ঢুকলে পরেই মরে ।


দিনে রাতে  জ্বলছে হাজার রঙিন বাতি
শহর জুড়ে হচ্ছে শুধু টাকার মাতামাতি।