ভালোবাসলে মিথ্যে কথা বলে আঘাত দাও
গোপনে বসানো তোমার তীক্ষ্ণ ছুরিতে
আমার নরম গায়ের চামড়া কেটে যায়
‘অতি সুন্দর’ তবুওকি বলতে হবে?
আমার কঠোর শ্রমের টাকা কাটো নির্মম ভাবে
বিছানায় শুলে
আমার গায়ের রক্ত শুষে নাও
ইস্কুলে কলেজে গেলে
আমার মাথার ঘিলু ছেঁকে খাও
রেস্টুরেন্টে হোটেলে গেলে
আমার সাধের যৌবন ছিঁড়ে খাও
আর বাজারে সমাজে
তোমারি ঠিক করা কসাই আমার মাংস কেটে নেয়।


তোমাদের ধর্ষণে, অপহরণে ও অত্যাচারে
আমার হাড় পাঁজরা বেরিয়ে এলে
আর আমার গায়ের রং কালো বিবর্ণ হয়ে গেলে
আমায় চিনতে পারোনা,
বিজ্ঞের মতন তখন ইংরেজি ঝেড়ে বলো
‘হাও টেরিবল’
আমি উত্তর ঔপনিবেশিক যুগের সাধারণ মানুষ
বাবুগো, দিন দিন আমি ক্ষয়ে যাই
বাবুগো, দিন দিন আমি কাপুরুষ হয়ে যাই।


বাবু গো, আমি তো তোমাদেরি তৈরি করা কফিন কিনেছি
সব জমানো টাকা দিয়ে।
বাবু গো, আমি তো তোমাদেরি তৈরি করা বিষাক্ত খাবার কিনেছি
সব জমানো টাকা দিয়ে।
বাবু গো, আমি তো তোমাদেরি তৈরি করা স্বপ্ন কিনেছি
সব জমানো টাকা দিয়ে।
বাবু গো, আমি তো তোমাদেরি বানানো
ভেজালপুরে বেঁচে আছি হতাশা আর ধ্বংস নিয়ে ।


বাবুগো,আমার সহকর্মী আমায় 'বেয়াড়া' বলে পদোন্নতি পায়
বাবুগো,আমার বন্ধু আমায় গালি দিয়ে বিদেশী জলপানি পায়
তবু আমি তো ওদের মত কাওকেই 'বেয়াড়া' বলতে পারিনি,
তবে আমিই কি পড়ে আছি অনেক পেছনে?
আমিই কি ব্যর্থ ?
তবু,বাবু গো বিশ্বাস কর্‌ আমি বেয়াড়া নই
আর আমি কখনও বেয়াড়া হতে চাই না।


আসলে আজ যারা বেয়াড়া
তারা টাকার জোরেই সব চায়
আসলে আজ যারা বেয়াড়া
তারা শক্তির জোরেই  সব পায়
আসলে আজ যারা বেয়াড়া
তারা মিথ্যের জোরেই সর্বত্র ধায়
আসলে আজ যারা বেয়াড়া
দেবতার মত আজ তারাই পুজো পায়।
আসলে আজ যারা বেয়াড়া
হাঙ্গরের মত তারা ভয়ঙ্কর
আসলে আজ যারা বেয়াড়া
রক্ষণে যুক্ত থেকে তারাই দিন রাত
সভ্যতার শব খায়।