ঘটনা গুলো কেমন সব হয়ে আসে
ছোটো ছোটো পায়ে
স্মৃতির সাইকেল গুঁড়ো হয়ে গেলে
মাটি নড়ে যায়,
শিরা উপশিরা জল
উথাল পাথাল হয়,
মাথা বন বন ঘোরে
বিহ্বলতায় চোখ নাক শিথিল হয়ে আসে
এই তো সেদিন ছিল
সুরম্য আকাশ।
আজ কারো হঠকারিতায়
তার হদিশ নেই
সে পশ্চিমে গেছে।


ঘুম নেই,
একা শীতের রাত
তবু শুনি
রাত বারোটায় কোনো উন্মাদ
আনন্দে শব্দবাজি পোড়ায়।