এক মা শুধু তার ছেলে মেয়ের কথাই ভাবে
পরম স্নেহে জগতকে তার আঁচলের ছায়ায় রেখে কয় -
সৎসঙ্গে মেশো,
ভালো হতে চেষ্টা করো,
ক্রমে সব হবে।
জগতকে আপনার করে নিতে শেখো।


এক মা শুধু বিশ্বাস ভক্তি ও নিষ্ঠার মন্ত্র জানেন
আত্মবিদ্যার অধিকারীকে তিনি বলেন –
কাজই লক্ষ্মী,
কাজে দেহ মন ভালো থাকে,
একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়,
অহঙ্কারকে কিছুতেই মাথা তুলতে দেবেনা,
বাসনাই সকল দুঃখের মূল,
যাকে ভালোবাসবে তারকাছে প্রতিদান কিছু চাইবেনা।


এক মা-ই প্রথম এ সমাজকে শোনালেন -
আমি সতেরও মা অসতেরও মা,
আমি সত্যিকারের মা,কথার কথা মা নয়- সত্য জননী
কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারব না,
এই জগতের সব মাতার পক্ষ নিয়ে
আকুল কন্ঠে তিনিই প্রথম বলে ওঠেন -
যারা এসেছে, যারা আসেনি,
আর যারা আসবে,
আমার সকল সন্তানদের জানিয়ে দিও, মা,
আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে।


----------------------------------------
ঋণ স্বীকারঃ
অমৃতবাণী - শ্রীমাসারদাদেবী,
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার