এককালে এইসব মানুষের পূর্বপুরুষদের মনে মায়া ছিল
কারো কষ্টে তাদের মন সত্যিই আকুলি বিকুলি করত,
কখনো তাঁদের কাছে তাঁদের পাশে
হঠাৎ নতুন কেউ এলে
দুহাতে তাঁরা টেনে নিতেন তাকে ।


এককালে এইসব মানুষের পূর্বপুরুষদের সুস্থ মন ছিল
মনের ভিতরে তাঁদের জ্ঞানের আলো ছিল,
কখনো তাঁদের কাছে তাঁদের পাশে
হঠাৎ নতুন কেউ এলে
সেখানেই তাঁরা বসার জায়গা দিতেন ।


এককালে এইসব মানুষের পূর্বপুরুষদের হৃদয়ে বসন্ত ছিল
পিতা মাতা আচার্য অতিথি সবাই তখন দেবতা ছিল,
কখনো তাঁদের কাছে তাঁদের পাশে
হঠাৎ নতুন কেউ এলে
তাকে আনন্দেরও ভাগ দিত সকলে ।