লন্ঠন ঠনঠন
কনকন শীত,
বন বন খন খন
পাতা ঝরা গীত -
আসছে কবে ভাই?
শুনিয়েই তবে যাই ।


দেরি নেই দেরি নেই
গরমের বেড়ি নেই
অই ছোট হয় দিন
তাপ কমে প্রতিদিন
বার কর শোয়েটার
বার কর মাফলার,
সঙ্গে চাদর  মজা
হবে খুব ভারী মজা।


কুয়াশারা উড়বে
মাথা জুড়ে পড়বে
টুপ টাপ টুস টুস
শুন শান সুড় সুস
শিশিরের  শীত জল
পড়বেই টল মল,
কটা দিন পেরোলেই
দিন কর হেললেই
এসে যাবে মহাশয়
বসে থাকো রয়ে সয়।
-------