আনন্দে আনন্দময়
দুঃখে দোদুল আশার স্থল
যে দিগন্ত প্রশান্তি,
নীর নীল নীলাভ নির্জনে
যে প্রাণের স্ফূরণ,
আমাদের শত বিভ্রমে ও ঘৃণায়
আমাদের  সংশয়ে- কর্মে
সেই পবিত্র আলো
উঁচু নিচু পথে
জগতের শ্রী হয়ে
ধরে আছে সভ্যতার কঠিন পাশ -
হৃদয়ের বোধ।


তার সত্য আহ্বানেই
মানুষের বাঁচার আকুতি জেগে ওঠে ,
কে ভুলতে পারে
শিল্পে ও সংসারে
দশ দিকে দশ মুখ হয়ে
সেই দেখেছে সদা
মানুষের যথার্থ উত্তরণ-
এগিয়ে চলা।


আজ কাল পরশু
তারো পরে যত দিন বাঁচি
তারি পদ পদ রজ পাশে
শুধু বসে থাকতে চাই।