হয়ত হেসে খেলে সব দিন
মিশে যায় রাত্রিতে
রাত্রিও মিশে যায় হয়ত দিনের বৃন্তে,
কিন্তু এর কোনো মানে আমি বুঝতে পারিনা,
সেই থেকে শয়নে অশনে ধ্যানে
একা বসে থাকি
ভাবি -
অনশনে অনিদ্রায় এক ঘোরে থাকি,
সম্বিত কখনও ফিরে আসে
অবাক হয়ে দেখি
উজ্জ্বলতায় ভরে ওঠে যে অসীম আকাশ
তারি মাঝে জেগে ওঠে যে জীবনের স্বাদ
এক মহা টান
শুধু টানে টানে,
সেই কৃষ্ণ করুণা - ভগবন বুদ্ধের আলো
সেই ক্ষমা যীশুর - মহম্মদের শান্তি
অন্য রূপে সেই  রামকৃষ্ণের মহা ঐক্যবাণী
(যত মত তত পথ)
ভাবি - ভাবি- গড়ি -
সাত দিন দুই পক্ষে
ছ্য় ঋতু বারো মাস জুড়ে
সে শাশ্বত, সে অবিনশ্বর
সেই সিদ্ধি সেই শ্রী -
সেই সব দীপ দীপ্তি
শুধু আলো হয়ে মিশে আছে আমাদের জীবনের চারপাশ।