দুলছি, এভাবে কেন দুলছি -
হাল্কা হাওয়ারাই কি তবে কোনও জন্মের স্মৃতি?
মাতৃজঠরের ঘ্রাণ সব জমা হয়ে গেছে তার সূত্র ধরে
আমার স্বপ্নে ও জাগরণে।


মাটিতে, দূর্বা ঘাসের রঙে, জলে, শাখার প্রান্তে আমার শৈশব।


আসলে আমার কোনো নামতো নেই
তবু স্পষ্ট যেন শুনতে পাই-
সমুদ্রের শঙ্খগুলি কোনও এক নাম ধরে ডাকে
কাকে ডাকে, এত কেন ডাকে তা আমি জানি না।


আমমুকুলের গন্ধে চেনা হাজার মৌমাছি জেগে ওঠে।


কিন্তু এখনও জানি না আমার ভবিষ্যৎ কোথায় থামবে
মোমের মতন অতীত এখনও আমার শেষ হয়নি
আমার সাবেকী বর্তমান দ্বিধায় বিভ্রমে এখনো চলমান
প্রতিদিন আমি জন্মাছি আমি মরছি আমি জন্মাছি ।


আর আমার অগোচরে সেই গাছটির আনন্দ অথবা কষ্ট বেড়ে উঠছে ।