মানুষেরা অনেকেই হতচ্ছাড়া হয়ে যাচ্ছে আজকাল
সৌজন্যে বৈশ্যায়ন এবং কি এক ঘোর আত্মপ্রতারনায়
বিভূঁই নিজেকে চিনতে পারছে না নিজেই ;
এদিকে নিজেরই অজস্র পকেটে ঠিকানা হাতড়াচ্ছে আপ্রাণ,
সেই অবসরে টাকায় টাকায় ঢেকে যাচ্ছে হাত পা লিভার
মন - হৃদযণ্ত্র – সব- শব-
আর সেই শাশ্বত ব্যর্থতা ঢাকতে
আজকাল মানুষেরা
সুযোগ পেলেই লুকাতে চায়ছে
সেই রহস্যময় অসমার্থক গর্তে –
যেখানে অনেক ছদ্মবেশ রাখা আছে কতকাল আগে থেকেই।


কিন্তু বিশেষত যৌবন গিয়েছে যাদের
তারা তো শঙ্কিত দিনের অবহেলায় প্রায় নিঃসাড়
নিন্দিত হলে, যেকোনো সমাবেশেই ওড়ে ছাই
অথবা যেকোনো পূজায় - প্রার্থনার শেষে
চরিত্র বিসর্জনের সম্ভাবনারা স্থির নষ্ট হলে
ইতিউতি উঁকি দিয়ে যায় এখনও যে আশা,
জীবনের সব রঙ আলো জলে মিশে মিশে
সে ধ্বনিত করে কালের গোপন কথা -
মানুষ চলে যায়,
মানুষেরা চলে গেলে
মানুষেরই কিছু যায় আসে
তবু যাবার আগে একটা শুভ দাগ রেখে গেলে
কোনো দশমীরই বার্তা
ম্লান হয়ে যায়নাকো কোনোদিন।
আজকাল মানুষেরা সে কথাকি একবারও ভাবে?