আমাকে মাড়িয়ে যেতে চাও?
মাড়িয়েই যেও,
জেনো, তোমার উল্লাসে আমার কোনো দুঃখ নেই,
নেই কোনো তোষামুদে মাতামাতি,
নেই কোনও শক্তিহীনতার অভিমান
অথবা গুপ্ত মাৎসর্য,
আজ না হোক তো কাল
নাহোক তো পরশু
আমাকে নিচে নামতেই হোত
মাটিতে মিশতেই হোত।


আমার মাথায় পা দিয়ে আনন্দ পেতে চাও?
আনন্দ পেয়ো,
তোমার এই চাওয়াতে আমার ব্যথা নেই
নেই কোনো হীনমন্যতার বোধ,
নেই কারো কাছে কোনো অভিযোগ,
অথবা গুপ্ত ক্রোধ,
আজ নাহোক তো কাল
নাহোক তো পরশু
আমাকে মাথা উঁচু করতেই হোত
অনেক বড় হতেই হোত।