সেই একই সূর্যের কুসুম থেকে
আকাশ বেয়ে নেয়ে
অনন্তধারারা বহমান;
গোপন রহস্যে সব
নদীরাও এখনো গাছ হয়, গাছেরা পাখি-
দলে দলে পাখিরাও মাটির সুঘ্রাণ হয়ে ওঠে
তারপর খাদ্য-পানীয় হয়ে
মানুষের দুচোখে কখনো আলো হয়ে পড়ে,
মস্তিষ্কে আবার পরাণ জেগে উঠে।


পথে যেতে যেতে
প্রাণভোমরা উৎসাহে উঁকি দিয়ে চায় -
দেখি ঝলমল করে রাজ্যপাট
সে আছে, সমস্ত প্রমাণ নিয়েই কি আছে?
সব শক্তি জড়ো করে
যেই তার ভিতরে যেতে যাই
কড়া দ্বারোয়ান বলে ওঠে-
তাঁর সৃষ্টি কারখানা নিত্য
সেইখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ ।