একদিন বলেছিলে চোখ মোছো
পুনরায় শক্ত হও
লড়াই করো ।


দেখো, ঘাসের শয্যা ছেড়ে দাঁড়িয়েছি
পা টেনে টেনে তবুও চলেছি,
আমি দুর্বল,
না না আমিতো দুর্বল নই -
ওদের বলেছি, আমিও পারি
একটা রুটি পেলে আর একটু জ্ঞানের আলোয়
শত শতাব্দীর অন্ধকার
নতুন গাণ্ডীব দিয়ে আমি ধুয়ে মুছে দিতে পারি।


কাঁপছে আমার পা
ভয়ে নয়,দুর্বলতায়
কতকাল ঘুমিয়েছি জানি না,
তবু তোমার সখ্যতায় মুগ্ধ আমি
রোজ আমার কলমখানিকে শান দিয়ে রাখি।