উদ্দীপনায় সামনে এগিয়ে গেলে
পেছন থেকে টেনে ধরো
ভয়ে দ্বিধায় আমার  জামার হাতাদুটি বেলুনের মত ফুলে ওঠে,


বলো, ‘বেগ নয়, আবেগ চাই -
ট্রিগার রাখো, হাতে বেহালা ধরো
এসো, আমার সঙ্গে গান করো’।


আমি আড়চোখে তোমাকে দেখি ।


সঙ্কোচে পিছনে পিছিয়ে গেলে
সামনে থেকে আবার টেনে ধরো
অস্থিরতায় আমার ব্যাগের খামচানো ফিতে হঠাৎ দড়ি হয়ে ওঠে,

বলো, ‘বেগ চাই ,আবেগ নয়-
কলম রাখো,পায়ে চাকা জুড়ে নাও
ছুটো, আমার সঙ্গে ছুটে চলো’ ।


আমি আবার আড়চোখে তোমাকে দেখি ।


কিন্তু আমিতো যন্ত্র নই, নিজের বশেই চলতে চাই
কেবল হাজার দাসত্বে আমার স্নায়ু সব এলোমেলো হয়ে রয়েছে
না, তবু কোনো লগ্নি ও ব্যবসায়ী আমি চাই না,


এত কালের সঙ্গী চটি ও চশমা আমি খুলে রাখি,
আর বিশ্বস্ত দুটি হাত আকাশে তুলে বলি -
কিছু না হলে আমি সেই বল্মীকঘুমেই অনন্ত ঘুম ঘুমোতে চাই।


অপলক দৃষ্টিতে মহাকাশ আমাকে দেখে ।