এসেছি যখন বায়ুপথে চুপিসারে
ধীরে স্তিমিতপক্ষ বিস্তারে
পিনদ্ধ শীল সবুজ পাতার ধারে
তার পৃষ্ঠে - কিনারায়- গায়ে
পেয়েছি কিছু স্বাদ – বাঁচবার,
জানি মুহূর্ত কিছু পরেই আবার
রুদ্রনাথ এ মন ভুবন শুষে নেবে
তবু মাতোয়ারা যখন ভুবন হিম হরিতের গন্ধে
ঈশ্বরের করুণায় কিছু মাত্র ক্ষণ আমি পেয়েছি;
তবু হেসেছি, খেলেছি, এই জীবনে ভরেছি
শুধু সোনালী অরুণ আশার আলো
সে দিব্য আলোয় আলো
সম্বিত জেগেছে এই মনে
নতুন উল্লাসেরাও এসেছে এই প্রাণে,
জন্মান্তরে আমিই তো হয়েছি
বাস্প মেঘ, কখনো স্রোতস্বিনী
আবার হিমের পরশে আমিই ধন্য হয়ে
ঝরে গেছি কুহেলী কুয়াশার আল পথে
হাতে লাঠি ধানভাঙ্গা কৃষকের পায়ে
ভোর রাতে প্রত্যহ আগমনী গায় সে,
তার গান শুনে শুনে
কচি ধানের স্পর্শে, নবীন কাশের গন্ধে বরণে
ভরেছে আমার ক্ষুদ্র এ জীবন
সৃস্টির আনন্দে জেগেছে প্রাণ মন।