মাঝরাতে নিথর পুরী
মায়ালু ছায়াতে আচ্ছন্ন চরাচর
দেওয়ালেরা কঠিন কারার মতন
তবু প্রকট।
তাদের মসৃণ গায়ে লাগে
মানুষী শোকের ধারাপাত -
ইতিহাসের ব্যথা,
চাঁদ থেকে ঝরে পড়ে
টুপটাপ
চাঁদের কান্না।


বাতাসের হৃদয় দুলে উঠে।


সংগতে সমূহে সমব্যাথী আজ যারা -
দূর যোজনের শত লক্ষ তারা  
আকাশের জল
মিলে মিশে আর্দ্র শিশির
হওয়ার আগে
প্রতীক্ষায় ধীর।


শত দুঃখ কষ্টে
শত শত প্রেম
আশ্লেষে আবৃত্ত অতৃপ্তিতে
যেন পুণঃ জেগে উঠে।


শিল্পীর চোখে ঘুম নেই।


আবিষ্কারের আনন্দে তার আত্মা
শূন্য রিক্ত মাঝরাতে
কেঁদে কেঁদে কয়
হায়!
‘এ জীবন এত ছোটো কেনে?’