যদি আপনি লিখতে চান কবিতা বা পদ্যে
তাহলে তাকান ঊর্দ্ধে আকাশের মধ্যে;
লিখুন, দেখছেন সেথা কী ও কেমন গহীন -
সহজেই পেয়ে যাবেন কবিতার প্রথম লাইন,
এরপর দেখুন আপনি সম্মুখে মাটিতে -
পলক না ফেলে তবে সুগভীর দৃষ্টিতে,
দেখলেন যা কিছু তা সব খাতায় লিখে নিন,
অনায়াসে পেয়ে যাবেন কবিতার দ্বিতীয় লাইন
তারপরে চোখ বন্ধ ও মাথাটি সহজ করে
অকাজের কাজ ছেড়ে শ্বাসবায়ু নিয়ে প্রাণভরে
ভাবুন নিজেকে নিয়ে, দুঃখে ও ব্যথায় –
পূর্বের দুটি দৃশ্যের সংযোগ কোথায় ?
তাই নিয়েই লিখুন অন্তত দুটি তিনটি লাইন
চিন্তা নেই, দৃঢ় ভাবে পেয়ে যাবেন কবিতা লাইন ।