হৃদয়ে লেগেছে আগুন
মানুষের।
এ পৃথিবী কি মহা মহেঞ্জোদাড়ো
হতে চায়?


আট হাজার বছর আগে
ভয়ার্ত সময়ের
হঠাৎ চুয়াল্লিশটি কঙ্কাল,
কীভাবে যেন প্রাণহীন হয়ে গিয়েছিল তারা
মহেঞ্জোদাড়োর রাস্তায় ,
জানে না কেউ।


সে মৃত্যুর বিভীষিকা
আজো আনে ভয়
কে কখন মারা যাবে কার হাতে
জানে নাতো কেউ?
প্যারিসে গ্রীসে সিরিয়ায় পাকিস্তানে দশকের তাজা রক্ত
ইরাকে বাংলাদেশেও গুপ্ত হত্যার ক্ষত
রক্তবর্ণ বিশ্ব চরাচর জুড়ে ব্যাপ্ত হয়
অক্সিজেনহীন এ পৃথিবীর আতঙ্ক প্রহর যেন।


মানুষ তবে কি এখনও হল না মানুষ ?
বুঝলোনা দেবতার ভাষা,
ভাবল না এখনো
কয়েক হাজার বছরের ধূসরতা পেরিয়ে
সে ভয়াল মৃত্যুর সব বিভীষিকা এড়িয়ে
সে প্রাচীন পিতা আর মাতা
ধরে আছে, ছুঁয়ে আছে
প্রিয় সন্তানের কঙ্কাল হাত।