আমি না হয়           মাটিই হলাম
        তুই হবি তার ঘাস,
তবু খুকি তুই           যাসনে ওই
       নগর পারের বাস।
বিরাট নদী          হয়েই আমি
        দূরগামী পথ যাত্রী
একা একাই           চলতে পারি,
        ত্বরতে পারি রাত্রি।
তোর দিব্য নাও        বইতে পারি
        কুটির দ্বারের পাশ,
যাসনে তুই            জলের আশে
        সাত সাগরের পাশ।
যাসনে খুকি         তুই সত্যি মিথ্যি
         আমায় একা ফেলে                                                                যুগল হয়েই        থাকবো আমরা
          বংশীহৃদয় মেলে।