তুমি দেখো আজ   চোখের আগুনে
      দাও হিংস্র হুংকার,
আমি দেখি কাল    মনের ফাগুনে
      পাই শান্ত ওঙ্কার।
তুমি কর বেড়ি গড় মহাকারাগার,
আমি পাই সঙ্গী শান্ত নিরালা প্রাকার।


তোমারি দেওয়া     কষ্টে আমার
      অহরহ আঁখি ঝরে,
তবু পূর্ণ হয়       সুশষ্য খামার
     তব করুণা সাগরে।
তুমি কেড়ে নাও আপাত সব অর্থ,
আমি তো পাই প্রকৃত ক্ষেত্র তীর্থ।


এজীবন-মৃত্যু        দুপায়ের ভৃত্য
      ধীরে শিখি বর্ণমালা,
এপথেই চলা       এপথেই কৃত্য,
       ভূষণ অভয় মেখলা।
তোমারি দেওয়া দুঃখে যদিবা জ্ঞান পাই,
এই আশাতেই এক্ষুদ্র জীবনখানি যাচাই ।