ইংরেজ ইংরেজ আর বাঙ্গালী বাঙ্গালী,
তাই বলে আমরা কেন হব কাঙ্গালী।
ওরা খুব মহাকেজো ওরা খুব ভদ্র,
আচ্ছা বলুক তো তত্র আর মহাযন্ত্র।
অথবা বলুক দেব হরি আর হ্রীং শ্রী,
কিম্বা ঠাকুর ঢাকা ঝাওছানা চুঁচুড়া স্ত্রী।
গলাতেও কাজ নেই মনেতেও নেই মহামন,
ব্যবসাই করে গেল, লুঠে নিল বাংলার ধন।
হিংসাতে জ্বলে গিয়ে ভারতটা ভাঙল,
ভেদাভেদ তুলে হিন্দু-মুসলিমে তাতাল।
'ডিভাইড এন্ড রুল' যাই হোক ইং-মেল,
আমাদের ভাষাতেই ওরা হবে ডাহা ফেল।