আজ নয় বন্ধু
কাল এস
অথবা অন্য কোনো দিন
কেননা কী করে বলব তোমায়,
আমিতো এখনো সে স্বপ্ন দেখিনি
যে স্বপ্নে মাটি হয়ে ওঠে ঘর
আকাশ হয়ে ওঠে মূর্ছনা,
আর প্রার্থিত ভাবগুলি হয়ে ওঠে প্রবুদ্ধ স্বরগ্রাম,
পূর্বজরা হরষিত মনে
তাকেই তো জীবন বলে গেছেন।



জেনে রাখো
এ ব্যর্থতা আমারি
এ শূন্যতাও আমারি
কেননা, আমিওতো তোমারি মত
তৃষিত, সেই স্বপ্ন দেখব বলে
এসেছি তোমারি মত, কেবল দুদিন আগে,
মিছে এই উত্তরীয়, মিছে এই মর্যাদা
মিছে এই ব্যবধান,
আমিতো ধূলার মানুষ
ঠায় মাটিতেই বসে আছি স্বপ্ন দেখব বলে।