ছল ছলাৎ শব্দে যখন জাগি
দুচোখ মেলে দেখি
খর বেগে স্রোত বহমান , ধায়
মিশুকে জলগুলি ছুঁয়ে ছুঁয়ে দলে দলে দূরে চলে যায়,
এদিকে জড় বিহ্বল , অতি দুর্বল
আমি আটকে রয়েছি
এক নদীর কিনারায় ।


নদীটির নাম কি ?
যাবে সে কোথায়?
শুধাই তোমাই, ওগো প্রত্যক্ষদর্শী
উত্তর দাও।
কথা কও, ঠোঁট নাড়ো -
না পারো ইশারায় সাড়া দাও
না হলে আমাকেই প্রশ্ন করো ।


বড় সাধ হয় মনে
দ্বিতীয় কন্ঠ আমি শুনি
না হলে আমারই কথার প্রতিধ্বনি
আমাকেই ঝালাপালা করে, কাতর করে
ওগো উত্তর দাও, উত্তর দাও
তবু কোনো উত্তর নেই, প্রশ্ন নেই
শুধু দেখি, দেখি, দেখি ।


তবে তুমিওকি আমারই মতন
ভেসে এসেছো, কাল হতে কালান্তরে,
এসে আটকে গিয়েছো এই নদীর কিনারায়
মনের কথা বোঝাতে পারছো না,
এপারে অপেক্ষা -
ওপারেও হয়ত অপেক্ষা,
নদীর কিনারে সেই দেখা ।