এ জীবনে কেউ একা নয়, স্থূল ও ব্যাকডেটেট নয়
সকলেই নিজের কাছে নিজের মতন সই, সম্পর্ক পাতায়, নিভায়
পাওয়া বোধ বুদ্ধি মতন চলে, কথা বলে ঘৃণা করে ভালোবাসে
তারপর চলে যায় শূন্য হাতে,
তবু সে ভেবেছে মনে অর্বাচীন আমি এক বোকাজীব
গাঁয়ের ছেলে, হেসে কথা বলি, ঘুরি ছুটি উড়ি
লাও-এর আগার মত বাড়িয়ে দিয়েছি দুটি সরল সরু হাত
তবে কোনও সুযোগ নিই নি, চাই নি কখনও কারো টবের ফুল,
শুধু সেই আনন্দ চেয়েছি অর্ধশুন্য জীবনে আমার
দেবতার পদরজরেণু, ভেবেছি কল্পনায় চেয়েছি অকাতরে,


এত বেশি কিছু নয়
এত বেশি কিছু নয়

তবু দলবেঁধে নিপুণ হাতে সে করেছে ছলনা -
মিথ্যা ভাষণে অশনে বিহারে কুরুক্ষেত্রে, ক্রূর সপ্তরথীর মতন,অবিক্রমে
বিপর্যস্ত এলোমেলো সে করেছে আমায়,
বাগানের গাছগুলি ডাল ভেঙে সৌন্দর্য হারিয়েছে কখন
টের পাইনি আমি, জানিনি গোপন কথা,
এভাবেই বুঝি ছলা কলা চলে পৃথিবীতে অবিরত,
তবে আমিও কি ভেঙে পড়বো,না না, না
আরো স্থির হয়ে বসে থাকবো আমি, সংকীর্ণ ঘর ছেড়ে,
প্রতিহিংসা ছেড়ে, মাটির ওপরেই ওঠা বসা আমার শয়ন
বরাভয় সনাতন প্রতিবেশীদল
দেখে শুনে বলে গেছে ‘তারা পাশে আছে’
ছায়া আছে আকাশের,মাটি আছে,গাছ আছে,জল আছে
চন্দ্র সূর্য রক্ষীদ্বয় শিয়রেতে ভ্রাম্যমান
কানে কানে বায়ুরূপী প্রিয়তম বলে গেছে
বাঁচো বাঁচো বাঁচো ।