বিকেলের ট্রেনে বাড়ি ফিরে দেখি
টিভির সংবাদে সিরিয়ালে কোথাও সে নেই
অবশ্য সকালেও ছিল না কাগজে
পাতায় পাতায় তবু আশা ছিল,অফিসেও ভেবেছি কতবার
সারাদিন কাজের পর একটু পরশ পেলে
ধন্য হবে এ দিন গুজরান, অদ্ভুত এ জীবন
কিন্তু হায় বিজ্ঞাপনও আমাদের বোকা বানিয়ে যায়।


ডুবছি নর্দমার পাঁকে
পচা গন্ধে ভরছে মন প্রাণ,
কিন্তু কাকে জানাবো অভিযোগ?


সেকেন্ডে মিনিটে বিরহ বাড়ে
ঘনটা প্রহর শেষ হয়
ঘুমহীন রাতের অপেক্ষায় আরেকটি সকাল নিরর্থক হয়।