দেহের বাইরে ও ভিতরে
পরম যাকিছু রয়েছে – ধম্ম,
সম্যক সমাধিতে
বহু সাধনায় তাকে পেলে,
করুণার্দ্র হয়ে জানালে আমাদের
জীবনের লক্ষ্য অর্থ নয় প্রতিপত্তি নয়,
চরম সুখ – বুদ্ধ -
বিশুদ্ধ জ্ঞানের আলো ।
বললে পরম স্নেহে -
না না শুধু জানা নয়, হীন উৎসব নয়
আপন করে পাওয়া
দরকার মহা সাধনার মঙ্গল ধন।


জানালে, মোহ তৃষ্ণা লোভ রাক্ষস
সদা কচি মন খেয়ে
বলবান হয়, জন্ম দেয় বিভ্রান্তি ও অহংকার,
এদিকে সৎ কর্ম ভুলে
দুঃখ কষ্টে মানুষেরা সেকেন্ডে সেকেন্ডে মরে,
সত্য তপ ত্যাগ করে
হিংসায় হিংসায় সমাজ শ্মশান হয়,
তখন মহান সৃষ্টিকেও নিরানন্দ বলে মনে হয়।
অতএব সৎ সংকল্প করো
ব্রহ্মচর্য দিয়ে শক্ত করো শরীর তোমার
জাগিয়ে তোলো সম্যক স্মৃতি,
আর দিকে দিকে সঙ্ঘ গড়ে সমাজ ও দেশকে করো
পবিত্র ও শক্তিমান।


আজ বুদ্ধ পূর্ণিমার দিনে, তব জন্ম তিথি
প্রণাম তোমায় দেব লোকহিতৈষী নাথ,
এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুমি - শান্ত সৌম্য সিদ্ধার্থ গৌতম
আড়াই হাজার বছর ধরে মহাকাশে এখনও ভাসে তব তরঙ্গ অহিংসা বাণী
বিশ্বাসী মনে জাগে এক অপার্থিব দিব্যকান্তি ভারতের আলো
একহাতে অমৃত বরাভয় তোমার,
অন্যহাতে ধরেছো এ বিশ্বের মানুষের যথার্থ সংস্কৃতি।