ক্ষমা করো,
যন্ত্র হতে চাইনা কোনোদিন
নাই বা থাকল নাম আমার
তোমাদের পাশে পাশে,
আমিতো জানি, নাম কিছু নয়, সেতো বানানোই
ডেকে ডেকেই একটা মানুষ কি নাম হয়ে রয়ে যায়?
না ।
সে তো মানুষই থাকে,
এমন কি স্মৃতি লোপ পেলে
অবসন্ন হৃদয় ভুলে যেতে চায় নাম ।
তবু যদি বাকি থাকে কিছু
কালের অতল তলে একদিন ডুবে যায়
সব নাম, কীর্তি, সচ্ছ্লতা ও নশ্বর বৈভব
আরো যদি বাকি থাকে কিছু
তাও একদিন
অন্য পরিসরে
অন্য কোনও অজানা কারণে
দূষিত হয়ে পড়ে।
পরিচয় শুধু বদলে বদলে যায়,
তবু জেগে থাকে প্রশ্ন এক -
‘কিবা তব পরিচয়, আসিয়াছো কোথা থেকে
কোথা যাবে এরপর-
পরিচয় দাও’।