গ্রীষ্মে শীতল জল মনে হয় বেমানান
তুমি না হলে,
বর্ষা -বাদল- মেঘ কেন ডাকে আয় আয়
তুমি না এলে,
শরতের কাশফুল কি কথা বলে
কিছু আমি জানি না,
বুঝিনা উদাস ভাব কেন আসে মনে ,
যেখানেই যাই
সেই ঘুরে ফিরে আসতে চাই বার বার
বারো মাস তোমার কাছে
হেমন্তের ঐ রাত কোনো এক প্রতীক্ষায়
বসে থাকে আজও ধীর, সে তো তোমারই জন্যে
যেমন শয়নে স্বপনে
একা কৃষকের হৃদয় বড় উৎকণ্ঠাময়
প্রিয় ফসলের ভাবে;
শীতে ফসল ঘরে আসে
তবু উত্তুরে হাওয়ায় তোমার বিহন জেগে ওঠে।
থেকে থেকে একদিন বসন্তও আসে
অবাক চোখে দেখি রাঙা আকাশের নিচে
তুমি দাঁড়িয়ে রয়েছো ।