সর্বজনীন এই শান্তিনীড়
বেলুড় মঠ – জাহ্নবীর অলঙ্কার, স্ফটিক স্বচ্ছ্ব
এ বঙ্গভূমির কৈলাশ যেন,
এইখানে সর্বমানবের হিত
এইখানে মহাবিশ্বের গীত ।


হে মানব যদি কোনও দুঃখে শোকে ভেঙে পড়ো,
হে মানবী ক্লান্তিতে শ্রান্তিতে যদি জর্জরিত হও
কোনোদিন অপমানে বঞ্চনায় হতশ্রী হও যদি
তবু এসো স্থির হয়ে ,
অমৃত শান্তি হেথা পাবে।


মনে রেখো এ মাটির ঘ্রাণ
সব জীবনের বেদভূমি
অজ্ঞান মোহ আর ভ্রান্ত লোকাচার ছেড়ে
মেকি জাত পাত ধর্ম পোষাকের আবরণ ভূলে
মুক্তমনে হেথা ক্ষণিক বসো,


পূত গঙ্গাজল, বাগানের ফুল পাখি
আর শত সাধকেরা  মিলে মিশে
আশা দিবে, নব ভাষা দিবে, দিবে উচ্চ মার্গ –
দিব্য স্নিগ্ধ ভালোবাসা
জ্ঞানের পরম্পরা; নব তপোবন দীক্ষা ।


দেখো সনাতন আকাশে বাতাসে
মাটিতে ছড়ানো তার কত বর্ণপূঞ্জ আর
এক মহামানবের সাধনার ভাষা
এই বেলুড় মঠ – ভারতের নব উপনিষৎ ভূমি
সর্বজনীন এই শান্তিদ্বীপ;


এসো, এসো , এসো ।